সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হেলিকপ্টার ও পালকিতে চড়ে আসলেন নববধূ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
হেলিকপ্টার ও পালকিতে চড়ে আসলেন নববধূ
হেলিকপ্টার ও পালকিতে চড়ে আসলেন নববধূ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েকে স্মরনীয় রাখতে ও নিজের শখ পূরণ করতে নব বধূকে হেলিকপ্টারে ও পালকিকে চড়িয়ে বাড়িতে নিয়ে আসলেন অভিষেক রায় প্রীতম নামে এক বর। এ সময় হেলিকপ্টার দেখতে শতশত লোক ভীড় জমায়। জমকালো এই বিয়ের বর অভিষেক রায় প্রীতম পেশায় একজন চার্টাড একাউনটেন্টড। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের ড্যাব নেতা ডাঃ পিবি রায় সুপ্রিয় ও জয়া সাহার ছেলে। শুক্রবার বিকেলে তিনি জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বড়হাটি গ্রাম থেকে বিয়ে করে নববধূকে নিয়ে হেলিকপ্টার অবতরণ করেন। পরে সেখান থেকে পালকিতে করে নববধূকে নিয়ে যান বরের পিত্রালয়ে। নববধূ শ্রেয়া সাহা প্রমি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বড়হাটি গ্রামের বাসিন্দা পংকজ কুমার সাহা ও সুজলা রানী সাহার মেয়ে। এর আগে বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে