সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সখীপুরের যমজ বোনের সাফল্য

সখীপুর( টাঙ্গাইল) প্রতিনিধি
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সখীপুরের যমজ বোনের সাফল্য
সখীপুরের যমজ বোনের সাফল্য

দুই যমজ বোন দেখতে প্রায় একই। জন্মের পর থেকেই দুই বোনের একসঙ্গে বেড়া ওঠা। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছেন দুই বোন একই প্রতিষ্ঠানে। পড়ালেখায়ও সমান মেধাবী দুজন। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সকল পরীক্ষাতেই পেয়েছেন জিপিএ -৫। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখিয়েছেন সাফল্য। এবার ভর্তি পরীক্ষায় ১ম ও ৭৬তম হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন আফসানা ও শাহানা নামের যমজ বোন। টাঙ্গাইল সখীপুর উপজেলার ৩ নং ওয়ার্ডের মিলপাড় এলাকায় বেড়ে ওঠা জমজ বোন সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা। এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডি ইউনিটে ১ম হয়েছে আফসানা এবং এ ইউনিটে ৭৬ তম হয়েছে শাহানা। শিক্ষক দম্পতি বাবা মো. আল-আমীন ও মা আফিয়া আক্তারের ঘর আলো করে ২০০৬ সালের জন্ম নেয় যমজ সন্তান সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা। এ বিষয়ে তাদের বাবা উপজেলা জামায়াতের আমীর ও বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যাপক আল আমীন মিয়া বলেন, সন্তানের সাফল্য সবসময় বাবাকে আনন্দে উদ্বেলিত করে। আমার যমজ দুই মেয়ে স্কুল, কলেজের পর এবার একই বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে এতে আমি ভীষণ খুশি হয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে