সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শিক্ষার্থীদের প্রতিবাদের মুখেও ববিতে সিন্ডিকেট সভা

বরিশাল অফিস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শিক্ষার্থীদের প্রতিবাদের মুখেও ববিতে সিন্ডিকেট সভা
শিক্ষার্থীদের প্রতিবাদের মুখেও ববিতে সিন্ডিকেট সভা

আওয়ামী পুনঃবাসনের লক্ষ্যে গোপন সিন্ডিকেট সভা আহ্বানের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ উপেক্ষা করে জরুরি সভা সম্পন্ন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। তবে উদ্বুদ্ধ পরিস্থিতিতে এ সিন্ডিকেট সভা প্রত্যাখান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ ও অধ্যাপক ড. মুহসিন উদ্দিন। শুক্রবার বেলা ৩টার দিকে আন্দোলরত শিক্ষার্থীদের প্রতিবাদকে উপেক্ষা করে সাধারণ এ সিন্ডিকেট সভাকে জরুরি সিন্ডিকেটে রুপান্তরিত করে একটি এজেন্ডা পাশ করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেল ৩ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিলো। কিন্তু ওই সভা "আওয়ামী ফ্যাসিস্টদের পূর্নবাসনের চেষ্টা" অভিযোগ এনে তা প্রত্যাহারের আহবান জানিয়ে উপাচার্যের বাসভবনের সামনে শুক্রবার বেলা ২টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একাংশ। সিন্ডিকেট সভা যেন না হতে পারে সেজন্য তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। বেলা ২ টা ৪৫ এর দিকে সিন্ডিকেট সভায় যোগ দিতে ববি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ ও অধ্যাপক ড. মুহসিন উদ্দিন উপাচার্যের বাসভবনে আসলে তাদেরকে গেইটে আটকে দেন শিক্ষার্থীরা। বাঁধার মুখে তারা ক্যাম্পাস ত্যাগ করেন। উদ্বুদ্ধ পরিস্থিতিতে উপাচার্য তাদেরকে ভার্চুয়ালি সভায় যোগদানের জন্য বললে তারা তাতেও অপারগতা দেখিয়ে সিন্ডিকেট সভা বর্জন করেন। তারপরও সিন্ডিকেট সভায় ছয়জন সদস্য সরাসরি অংশগ্রহণ করেন এবং চারজন সদস্য অনলাইনে যুক্ত হন। বিকেল তিনটায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। এসময় উপাচার্যর বাংলোর প্রবেশের সব কলাপসিকল গেট তালাবদ্ধ পায় শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের বিরুদ্ধে স্স্নোগান দিতে থাকেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রক্টর মারুফা বেগম গেটের ভিতর থেকে শিক্ষার্থীদের সাথে তাদের দাবি জানতে চান। শিক্ষার্থীরা উপাচার্যের সাথে দেখা করা এবং এখনি সিন্ডিকেট সভা বাতিল করার দাবি জানান। কিন্তু তিনি শিক্ষার্থীদের দাবিতে কর্ণপাত না করে উল্টো শিক্ষার্থীদের কাছে জানতে চান তারা কাদের ইন্ধনে এমন আন্দোলন করছেন। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ভারপ্রাপ্ত প্রক্টরের মধ্য বাকবিতন্ডা হয়। পরে আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে দশটি দাবি জানিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, গুটিকয়েক শিক্ষার্থী উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা সাধারণ কোন শিক্ষার্থী নন জানিয়ে উপাচার্য বলেন, তারা আজকে যে কাজ করেছে এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে