সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

৭০০ প্রবীণ সিক্ত হলেন অন্যরকম ভালোবাসায়

মেহেরপুর প্রতিনিধি
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
৭০০ প্রবীণ সিক্ত হলেন অন্যরকম ভালোবাসায়
৭০০ প্রবীণ সিক্ত হলেন অন্যরকম ভালোবাসায়

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের যুবকরা এলাকার ৭ শতাধিক বৃদ্ধের জন্য এক অনন্য ভালবাসার দিন উপহার দিলেন। গ্রামের ঈদগাহ ময়দানে বৃদ্ধদের জন্য ব্যবস্থা করেন সকাল ও দুপুরে সম্পুর্ণ খাওয়াদাওয়া। সকালে দুই, চিড়ি, মিষ্টি, বুদিয়া এবং দুপুরে মাংস, ডাল, ভাজি, সবজি ও ভাত। নিজের পায়ে ঠিকমত হাঁটতে পারেন না এমন মুরুব্বিদের জন্য উপহার হিসেবে ক্র্যাস, লাঠি প্রদান করা হয়। "মুরুব্বিদের মিলনমেলা" নামে ওই অনুষ্ঠানে খোশগল্প, কোলাকুলি ও পারস্পারিক আলাপচারিতায় মহা খুশি ওই এলাকার প্রবিণরা। সরেজমিন গিয়ে দেখা গেলো, সকালে নাস্তার পর আলোচনা সভার আয়োজন করা হয়। নির্ধারিত প্যান্ডেলে প্রবীণরা বসে একে অপরের সাথে ভাব বিনিময় করছেন তারা। এসময় ফিরে যান শৈশবে ফেলে আসা স্মৃতিময় দিনগুলিতে। সে সময়ের সামাজিক, রাজনৈতীক, অর্থনৈতিক, পড়ালেখা, দুরুন্তপনা করা কোন কিছুই বাদ যায়না আলোচনায়। এবার ১১তম বারের মত সদর উপজেলার ৪০ টি গ্রামের ৭ শতাধিক বৃদ্ধদের জন্য এমন আয়োজন করতে পেরে খুশি কুলবাড়িয়া গ্রামের যুবকরা। বৃদ্ধ বয়সে ফেলে আসা দিনগুলোর সহপাঠি, সহকর্মী, বন্ধু যাদের সাথে সোনালী দিন কাটিয়েছেন তাদের স্মৃতিতে খুঁজে বেড়ান বৃদ্ধরা। তাই বৃদ্ধদের স্মৃতি হাতড়ানো সোনালী দিনের খবরা খবরের বাস্তব রুপ দিতে এই অনন্য আয়োজন করেন ওই যুবকরা। অয়োজকরাও বৃদ্ধদের একত্রিত করতে পেরে তাদের স্মৃতি রোমন্থনে খুশি হন দোয়া চেয়ে নেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে