গত ২০২৪ সালে আওয়ামী সরকার পতনের গণআন্দোলনে রাস্তায় নেমেছিলেন দেশের ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিলে রাজপথ যখন উত্তাল তখন স্স্নোগানে বারুদ হয়ে ফুটেছিলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মো. সামিরুল মিয়া। ৫ আগস্ট শেখ হাসিনার ভারতে পলায়নের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়। কিন্তু এখনো সারা শরীরে আওয়ামী সরকারের পুলিশের গুলির ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন এই তরুণ। গুলিতে তার ডান চোখ নষ্ট হয়ে গেছে। বাম চোখও ক্ষীণ। পুলিশের গুলিতে আহত সামিরুল মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের বেনু মিয়ার ছেলে। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত ৫ আগস্ট গাজীপুর আনসার একাডেমির সামনে পুলিশের গুলিতে আহত হন তিনি।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, এখন তার চিকিৎসা চলছে সরকারি ব্যয়ে। সরকার বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহত ব্যক্তি ও তার পরিবারের প্রতি আন্তরিক। আমরা তাদের নানাভাবে সহযোগিতা অব্যাহত রেখেছি।