নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়তে প্রস্তুতিও নিচ্ছে জামায়াতে ইসলামী। এজন্য রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে এখনও প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি। গতকাল শনিবার সকালে প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রব্বানী। প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া প্রার্থীরা হলে, রংপুর-১ (গংগাচড়া ও সিটি করপোরেশনের আংশিক) আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন।
রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রব্বানী বলেন, সারা দেশের মতো রংপুরেও নির্বাচনের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সংসদীয় ছয়টি আসনের মধ্যে শুধু রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে এখনও দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়নি। তবে খুব দ্রম্নত সময়ের মধ্যে ঘোষণা করা হবে।