''বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন'' এই স্স্নোগানকে সামনে রেখে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন ও বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস-২০২৫ পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটির্ যালী বের করা হয়।র্ যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে ম্যানগ্রোভ বন হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। ঝড় জলোচ্ছ্বাস আসলে সুন্দরবন আমাদের রক্ষা করে, সুন্দরবন আমাদের মায়ের মত আগলে রাখে। সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল। এই সুন্দরবনকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম প্রমুখ।