সিরাজগঞ্জে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলার লাইনে দাড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চরবনবাড়িয়া ও কান্দাপাড়া মহলস্নার মধ্যে এসংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চরবনবাড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে সাজু (২২) ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফেরদৌসকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোটার হালনাগাদের ছবি তুলতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কালিয়া কান্দাপাড়া ও চর বনবাড়িয়া গ্রামের যুবকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ধীরে ধীরে দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক। ভোটারদের অভিযোগ, জেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম আর্থিক সুবিধা নিয়ে ভোটার হালনাগাদ কাজে নিয়োজিত অদক্ষ কর্মী নিয়োগ দিয়েছেন। যে কারনে সময় বেশি লাগায় মানুষ অধৈর্য্য হয়ে হানাহানিতে লিপ্ত হয়ে পড়ছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ রানা জানান, লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কালিয়া ও বনবাড়িয়া গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।