নওগাঁর আত্রাইয়ে বালুবাহী ড্রামট্রাক কেড়ে নিল এক যুবকের প্রাণ। তার আর খাওয়ানো হলো না মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শনিবার (১৫ ফ্রেব্রয়ারী) আত্রাই-পতিসর সড়কের বারবিঘা নামক স্থানে। চাকায় চিষ্ট হয়ে সাদিকুর রহমান বাবু (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। বাবু উপজেলার বাঁকা গ্রামের মৃত আব্দুস ছামাদ মৃধার ছেলে। উপজেলার বাঁকা গ্রামের মৃত আব্দুস ছামাদ মৃধার ছেলে সাদিকুর রহমান বাবু (৪৮) তার নিজ গ্রামের মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য গতকাল শনিবার সকালে বাজার করে মোটারসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।