সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ১৭ বছর পর ভোটারদের সরাসরি গোপন ভোটের মাধ্যমে কামাল বিশ্বাস সভাপতি, জসিম বিশ্বাস সাধারণ সম্পাদক ও মঞ্জু শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাড.মির্জা আজিজুর রহমান বিজয়ীদের নাম ঘোষণা করেন। কাউন্সিলে সুজানগর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটারের মধ্যে ৫৫২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কাউন্সিলে পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস ৪৯২ ভোট পেয়ে নতুন সভাপতি, ২০৭ ভোট পেয়ে পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জসিম এবং বিশ্বাস সাধারণ সম্পাদক ও ৩৮১ ভোট পেয়ে মঞ্জু শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। কাউন্সিলে কামাল হোসেন বিশ্বাস ও তোরাব আলী সভাপতি পদে, জসিম বিশ্বাস,আব্দুস সালাম মোলস্না ও মজিবর খাঁ সাধারণ সম্পাদক পদে এবং মঞ্জু শেখ ও ইয়াকুব আলী সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।