কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষক দলের আয়োজনে বৃহস্পতিবার বলাহার উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে পালশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাহাবুব রহমান ও ঘোড়াঘাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. শুকুর আলীর যৌথ সভাপতিত্বে সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক মো. জুয়েল সরকারের সার্বিক পরিচালনায় ও সদস্য সচিব নেওয়াজ শরীফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু সিদ্দিকী, সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টার প্রমূখ।