সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
টাঙ্গাইলে বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত

টাঙ্গাইলের ভূঞাপুরে ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকানে ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (১৪ ফেব্রম্নয়ারি) বিকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কে ভূঞাপুর থানা সংলগ্ন কলেজ রোডে 'মামা গিফট কর্নার' নামে দোকানে ভাঙচুর চালানো হয়। এ কারণে অজানা আশঙ্কায় শনিবার অনুষ্ঠেয় বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করে উপজেলা উদীচী।

জানাগেছে, একদল যুবক বৃহস্পতিবার(১৩ ফেব্রম্নয়ারি) ভালোবাসা দিবস পালন না করবে এবং ওইদিন দোকানে ফুল বিক্রি করতে নিষেধ করে চলে যায়। ভালোবাসা দিবসের দিন বিকালে 'মামা গিফট কর্নার' নামক দোকানে একদল যুবক এসে ভাঙচুর চালায় এবং দোকানে রাখা ফুল বাইরে ফেলে দেয়। এ সময় তারা বিক্ষোভ মিছিল করতে করতে চলে যায়। তারা মিছিলে 'ভালোবাসা দিবস- ভালোবাসা দিবস; চলবে না- চলবে না', 'প্রেমিক-প্রেমিকার গালে গালে- জুতা মারো তালে তালে' স্স্নোগান দেয়। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম রেজাউল করিম জানান, বিষয়টি তিনি পরে লোকমুখে শুনেছেন। ভাঙটুরের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে