নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন বলেছেন, 'গত ১৫ বছরে জনগন স্বাভাবিকভাবে নি:শ্বাস ফেলতে পারেনি। আমরা চাই অতীতের কর্মকান্ড যেন আমাদের মধ্যে থাকে। জনগনের প্রতি আস্থা তৈরি করতে হবে। আমরা জনগনের সঙ্গে থাকব এবং জনগণকে সঙ্গে রাখব। ভোটের অধিকারের আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি জনগনকে সঙ্গে নিয়ে সামনের দিকে পথ চলতে চাই।' গত শনিবার রাতে ফতুলস্নার ধর্মগঞ্জ চটলার মাঠে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খায়রুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফতুলস্না থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মাহমুদুল হক আলমগীর, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, ফতুলস্না থানা যুবদলের যুগ্ম সাধারণ আব্দুল খালেক টিপু প্রমুখ।