সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হাটহাজারীর ফয়জুলস্নাহ সারাং সড়ক গিলে খাচ্ছে বোয়ালিয়া খাল চরম দুর্ভোগে স্থানীয়রা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
হাটহাজারীর ফয়জুলস্নাহ সারাং সড়ক গিলে খাচ্ছে বোয়ালিয়া খাল চরম দুর্ভোগে স্থানীয়রা

হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফয়জুলস্নাহ সারাং সড়ক গিলে খাচ্ছে হালদা নদীর সংযোগ বোয়ালিয়া খাল।একদিকে খালের প্রতিনিয়ত ভাঙ্গন অপরদিকে কয়েক বছরের অতি বন্যার ফলে সড়কটি খালে বিলিন হওয়ার পথে। ফলে চরম দুর্ভোগে পড়ছে স্থানীয়রা।

সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দুই-তৃতীয়াংশ খালে বিলীন হওয়া ফয়জুলস্নাহ সারাং সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে। বেহাল দশার সড়ক দিয়ে হাঁটাচলা হলেও গাড়িযোগে কোন রোগী চলাচল দূষ্কর হয়ে পড়ে। গুরুতর অসুস্থ বিশেষ করে প্রসূতি কে হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। কয়েক দফার বন্যায় সড়কের অধিকাংশ খালে বিলীন হওয়ায় বর্তমানে অন্যের জমি দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। সামান্য বৃষ্টি কিংবা বর্ষায় স্কুল কলেজ শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া প্রায় বন্ধ হয়ে পড়ে।

স্থানীয় জনপ্রতিনিধি এমনকি উপজেলা প্রশাসনকে বারংবার অবগত করলেও আজ অব্দি কোন ব্যবস্থা নেয়নি কেউ। এদিকে আগত বর্ষায় সড়কের বাকি অংশ খালে বিলিনের আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একাধিকবার পরিমাপ করে গেলেও কোন ব্যবস্থা নেয়নি। ঈদগাহ স্কুল এন্ড কলেজের শিক্ষক স্থানীয় ইসরাত জাহান যায়যায়দিনকে বলেন, 'দীর্ঘদিন ধরে সড়কটি ধীরে ধীরে খালে পতিত হচ্ছে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সাড়া শব্দ নাই। বার বার পরিমাপ করে সড়কটি সংস্কারে আশ্বস্ত করলেও কাজের অগ্রগতী নেই। সামনে বর্ষা জানিনা কিভাবে কর্মস্থলে যাব।'

ইউএনও এবিএম মশিউজ্জামান এ বিষয়ে অবগত জানিয়ে বলেন, 'দ্রম্নত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। আশা করছি দুর্ভোগ থেকে স্থানীয়রা মুক্তি পাবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে