শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
স্মার্টকার্ড থেকেও মিলছে না টিসিবি পণ্য

কার্ড না থাকায় বঞ্চিত চারঘাটের সাড়ে তিন হাজার পরিবার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৫, ০০:০০
কার্ড না থাকায় বঞ্চিত চারঘাটের সাড়ে তিন হাজার পরিবার

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নে প্রায় সাড়ে তিন হাজার পরিবার টিসিবি কার্ডধারী স্বল্প মূল্যের পণ্য ক্রয় করা থেকে হতদরিদ্র সাধারন মানুষ বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, উপজেলায় ১৩ হাজার ২১৫ কার্ড অনুমোদন করা হবে। সরকারী নির্দেশ অনুযায়ী এই অ্যানালগ কার্ডগুলো ফ্যামিলি র্স্মাট কার্ড করার জন্য অনলাইন করা হয়। এ পযর্ন্ত উপজেলায় ৮ হাজার ৬৮০টি স্মার্টর্কাড বিতরন করা হয়েছে। বাকি ৩ হাজার ১০১ পরিবার এখনো টিসিবি কার্ডধারী কাছে পৌছেনি। ডিলারা এই কার্ড ছাড়া কোনো পণ্য ক্রেতাদের কাছে বিক্রি করা যাবে না বা করছেন না। ফলে স্বল্পমূল্যে পণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছেন নিম্ন ও নিম্নমধ্যবিত্তরা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে চারঘাট ইউনিয়নসহ ভায়ালক্ষীপুর ১ হাজার ৬৮৮ জন অনলাইন আবেদন করা করেছে,তার মধ্যে ১ হাজার ৪৭টি স্মার্টকার্ড পেয়েছে,তার মধ্যে ২৩১ কার্ডে পণ্য পায়নি। বাকি ৬৪১ কার্ড হয়নি। সরদহ ইউনিয়নে ১ হাজার ২৪৫টি মধ্যে পেয়েছে ৭২৪টি, বাকি ৫২১টি আসেনি। শলুয়া ইউনিয়নে ১ হাজার ৭৬৯ মধ্যে ১ হাজার ৫০৩টি পেয়েছে, বাকি ২৬৬টি আসেনি। নিমপাড়া ইউনিয়নে স্মার্টকার্ড ২হাজার ৫১টি, তার মধ্যে ১ হাজার ৪১৩টি পেয়েছে, বাকি ৬৩৮টি আসেনি। ইউসুফপুর ১হাজার ৩৭৮টি, তার মধ্যে ৫০৯টি কার্ড পেয়েছে।

বাকি ৮৬৯ জন পায়নি। পৌরসভায় ৩ হাজার ৬৭৩টি স্মার্টকার্ড এর মধ্যে ২ হাজার ৩৩৬টি পেয়েছে, বাকি ১ হাজার ৩৩০টি আসেনি। ডিলারসহ স্থানীয় লোকজন জানান, পৌর নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন স্মার্টকার্ড অনুমোদন বা (একটিভ) না করায় ভোগান্তিতে পড়ছেন কার্ডধারীরা।

এ ব্যাপারে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলায় এখনো যাদের ফ্যামিলি কার্ড নিয়ে সমস্যা হচ্ছে সেগুলো সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। আর বাকি যেসব ফ্যামিলি কার্ড আসেনি সেগুলো কবে নাগাদ আসবে সে সর্ম্পকে এখনো সুনিদিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিছু জটিলতা আছে, তবে পর্যায়ক্রমে সবাই স্মার্টকার্ডের আওতায় নিয়ে আসা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে