সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

প্রচারিত সংবাদ নিয়ে বকশীগঞ্জ থানার ওসির প্রেস ব্রিফিং

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রচারিত সংবাদ নিয়ে বকশীগঞ্জ থানার ওসির প্রেস ব্রিফিং

জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রচারিত সংবাদে মিথ্যাচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছেন জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

সোমবার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

প্রেস ব্রিফিংএ তিনি জানান, বকশীগঞ্জ পুরাতন গরুহাটিতে সোয়া এক খন্ড জমি নিয়ে ব্যবসায়ী আবু সাঈদ ও স্থানীয় প্রেম কুমার ডোমের সঙ্গে আদালতে মোকদ্দমা চলে আসছিল। গত ১৯ ফেব্রম্নয়ারি বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটিতে আবু সাঈদের দখলে থাকা বন্ধ দোকান ঘর খুলতে যায় আবু সাঈদ। খবর পেয়ে প্রতিপক্ষরা দোকান খুলতে বাঁধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করেন ডোম সম্প্রদায়ের লোকজন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠাই।

তিনি আরও বলেন, 'জমি সংক্রান্ত এই বিষয় নিয়ে ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকে আমাকে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ প্রচার করে। পুলিশের সহযোগিতায় সংখ্যালঘুর জমি ও দোকান দখলের কথা বলা হয় সংবাদে। কিন্তু বকশীগঞ্জ থানা পুলিশ কোন পক্ষকে অনৈতিক সহযোগিতা করেনি। আদালতের প্রাপ্ত আদেশে বকশীগঞ্জ থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিয়েছে। মূলত পুলিশের মনোবল ভেঙে দিতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদটি প্রচার করানো হয়েছে। তাই আমি অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে