চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ২৪ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এছাড়া খুলনায় একজন, মেহেরপুরের গাংনীতে একজন, জয়পুরহাটের কালাইয়ে একজন ও খাগড়াছড়ির নাইক্ষ্যংছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ওয়ান শুটারগানসহ একজনকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানিয়েছে, চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রম্নয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ২৪ জনকে গ্রেপ্তার করা রয়েছে।
খুলনা প্রতিনিধি জানান, ডেভিল হান্ট অভিযানে খুলনা মহানগর পুলিশ ফাতেমা আফরোজ রিক্তাকে (২৬) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রিক্তার বিরুদ্ধে খুলনা সদর থানার গত বছরের ১২ ডিসেম্বর করা একটি মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রিক্তার বাড়ি বাগেরহাট জলার কচুয়া উপজেলার লরালকুল গ্রামে। তার বাবার নাম মুজিবুর রহমান শেখ। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মোর্শেদ অতুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে সাহারবাটি বাজার থেকে গাংনী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চলছে। এ অভিযানে আ.লীগ নেতা অতুলকে গ্রেপ্তার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজার এলাকায় শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি তৌফিকুল ইসলাম তৌহিদকে স্থানীয় জনতারা আটক করে সোমবার রাতে ডিবি পুলিশের হাতে সোপর্দ করেছে। এরপর ডিবি পুলিশ তাকে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার দেখায়। মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবির) ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম জানান, তৌফিকুল ইসলাম তৌহিদের নামে সদর থানায় ও ডিবির কাছে পৃথক মামলা রয়েছে।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ বিকসান মিয়া (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন খবরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ জারুলিয়াছড়ি এলাকার লামার পাড়ার কবির হোসেনের তামাক ক্ষেত থেকে ডাকাতির প্রস্তুতির সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়। এসময় বিকসান মিয়ার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ তাজা গুলি জব্দ করা হয়।