নীলফামারী ও দিনাজপুর জেলার ৬টি উপজেলার আদর্শ গ্রামের সদস্যদের বার্ষিক সভা সোমবার দিনব্যাপী ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পলস্নীশ্রী প্রোমোটিং অপরচুনিটি ফর উইমেন ইম্পাওয়ারমেন্ট-প্রজেক্টের আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জামানীর সহযোগিতায় আদর্শ গ্রামের সদস্যদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
পলস্নীশ্রী'র প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, আর্দশ গ্রামের সভা প্রধান লতা রায়, নারী ক্লাবের আহবায়ক ধরিত্রী রানী রায়, সিবিও সভা প্রধান রেহেনা বেগম প্রমূুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার শাহীন আখতার। আলোচনা শেষে নীলফামারী ও দিনাজপুর জেলার ৬টি উপজেলার ২৮টি আদর্শ গ্রামের সভা প্রধানদের হাতে সন্মাননা স্মারক হিসেবে ক্রেস তুলে দেওয়া হয়। এর আগে উপজেলা চত্ত্বরে নিরাপদ ক্যাম্পেইন, উদ্যোক্তা, সিবিও, নারী ক্লাব, পরিবেশ, আর্দশ গ্রামসহ ১১টি স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি।