কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ২৯টি কড়াত কল রয়েছে। এর মধ্যে ২৪টি কড়াত কলেরই কোনো কাগজপত্র নেই। এরপরেও গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে কড়াত কলের মালিকরা বড় বড় গাছের গুড়ির স্তুপ রাখার ফলে বাড়ছে দূর্ঘটনা। এরই ধারাবাহিকতায় গত রোববার উপজেলার সরারচর আঞ্চলিক সড়কের দুইপাশে সমিলের মালিকরা গাছের বড় বড় গুড়ি স্তূপ রাখার ফলে দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটার সম্ভাবনা রয়েছে।