মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

আলোচনা সভা

ম আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়র্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনের্ যালিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। ইউএনও গাজালা পারভীন রুহির সভাপতিত্বে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা জামসেদ শাহ, বাহার মালদার, উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এএইচ এ মামুন প্রমুখ।

ক্রীড়া উদ্বোধন

ম আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার পূর্ব চাওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫১ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি আমতলী ইউএনও আশরাফুল আলম দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড তারেক হাসান, ওসি আরিফুল ইসলাম আরিফ, বীর মুক্তিযোদ্ধা আমান তালুকদার, মনিরুল ইসলাম তালুকদার, আমতলী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বাদল, সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, আনিসুর রহমান প্রমুখ।

উপশাখা উদ্বোধন

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে এনআরবিসি ব্যাংক পিএলসি উপশাখা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার পৌর শহরের মধ্য বাজার পাটহাটি এলাকায় আয়ান পস্নাজায় অবস্থিত এনআরবিসি ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. মাসুদ রানা। ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান নাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, এনআরবিসি ব্যাংক পিএলসির বকশীগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আয়াতে রাব্বী প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৩৫ শত বছরের ঐতিহ্যবাহী স্কুল হাফেজ আ. রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন প্রশাসক ফৌজিয়া খান। মঙ্গলবার প্রতিষ্ঠানের সভাপতি ও বাজিতপুর ইউএনও ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি শাহীন আলম, অভিভাবক সদস্য ওমর ফারুক স্বপন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান।

সনদপত্র বিতরণ

ম বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৮তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ২১তম ইন্টার্নশিপ সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে ভেটেরিনারি অনুষদ। অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. বাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান, বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক ডা. বয়জার রহমান প্রমুখ।

সাংস্কৃতিক প্রতিযোগিতা

ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে ৩৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা'২৫ মঙ্গলবার কলেজ ক্যাস্পাসে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ও ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক আয়ুব আলী। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হেলাল উদ্দিন হেলাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীম, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।

খাদ্যব্যবস্থাপনা প্রশিক্ষণ

ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সংরক্ষণ প্রযুক্তি এবং খাদ্যব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ অফিস হলরুমে এ প্রশিক্ষণ হয়। এতে ইউএনও ইমদাদুল হক তালুকদার প্রাণীদের খাদ্য ও রোগ প্রতিরোধ সম্পন্ন ঘাস চাষ কৌশল, সংরক্ষণ প্রযুক্তি এবং খাদ্য ব্যবস্‌হাপনা বিষয়ক ধারণা মূলক বক্তব্য রাখেন।

কর্মশালা অনুষ্ঠিত

ম জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরে যানজট, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের একটি রেস্তোরাঁয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফের আয়োজনে কর্মশালায় এমএএফের ভারপ্রাপ্ত সভাপতি সেলিনা বেগমের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্‌ মো. ওয়ারেছ আলী মামুন। আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্‌ মো. আব্দুলস্নাহ আল মাসুদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ময়মনসিংহ জোনের নার্গিস আক্তার, সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাংবাদিক হাফিজ রায়হান সাদা প্রমুখ।

কৃষি মেলা উদ্বোধন

ম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় (১ম সংশোধিত) তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৫ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার মেলার আনুষ্ঠানিক করেন অতিথিরা। এর আগে মেলা উপলক্ষ্যে পরিষদ চত্বর থেকে একটির্ যলি বের হয়। তারপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষন) আবু জাফর মো. সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদির।

পুষ্টি প্রশিক্ষণ

ম মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 'কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্প'র বাস্তবায়নে প্রশিক্ষণটি আয়োজন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)। উপজেলার হাজীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে রোববার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদ আব্দুলস্নাহ আল নোমান, বারটান'র প্রশিক্ষক দীপ্রজিত সরকার প্রমুখ।

লিংকেজ সভা

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা পর্যায়ে কৃষি সংশ্লিষ্ট বিভাগের কৌশলগত সহযোগিতা বিষয়ে লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস হল রুমে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড মিশন প্রেয়ারলীগ (ল্যাম্ব হাসপাতাল) এর যৌথ উদ্দোগে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে এ মিটিং হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মনিকৃষ্ণ রায়ের সঞ্চালনায় এতে কীনোট উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী হাফিজুর রহমান।

ন্যাশনাল ডিফেন্স সেশন

ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এর একটি ব্রিফিং সেশন আয়োজন করে নলছিটি উপজেলা প্রশাসন। সোমবার নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীন, মেজর জেনারেল মোশফেকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর, কমিশনার আবুল বাশার, কর্নেল ইউসুফ আহমদ আল সুফিয়ানী (সৌদি), ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবদুদ সহ সামরিক বাহিনীর মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর, ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনোদন অনুষ্ঠান

ম গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, বার্ষিক সাধারণ সভা ও বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। সংগঠনের জেলা চেয়ারম্যান আজাদ মো. আবু রায়হান মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, সদর ইউএনও জেলা বিএমএ'র সাবেক সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম এটিএম ফরহাদ হোসেন বিজু, সংগঠনের সহ-সভাপতি শাহ হারুন রশিদ প্রমুখ।

বার্ষিক ক্রীড়া

ম কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে। মঙ্গলবার রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটির মাঠে গভর্নিং বডির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সমাজসেবক ওমর শাহনেওয়াজ, হোসাইন মোহাম্মদ হিরা ও অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে এফ. করিম আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাছের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মুকতি হাসান খান, অধ্যক্ষ এম. এ. কালাম, উপজেলা বিএনপি আহ্বায়ক ফরিদ হোসেন প্রমুখ।

মা সমাবেশ

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক রাজু আহম্মেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামসুন্নাহার, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, সোনালী ব্যাংক দুপচাঁচিয়া শাখার এজিএম মুনজুরুল ইসলাম প্রমুখ।

ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ম ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ধনবাড়ীতে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে হাইব্রিড জাতের ভূট্টা ফসলের উপর এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, এনামুল হক, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ।

ওপেন হাউস ডে

ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর চিরিরবন্দর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার থানা চত্বরে ওসি আব্দুল ওদুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা, সুধী সমাজ, গ্রাম্য পুলিশ, শিক্ষক ছাত্র ছাত্রী রাজনৈতিক দলের নেতা কর্মীসহ প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।

মতবিনিময় সভা

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় স্কাউটিং কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলা শাখার আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মঙ্গলবার এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ও বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলা শাখার সভাপতি কামাল হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুলস্নাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নওগাঁর সহ-সভাপতি ও লিডার ট্রেইনার তারেক মো. মাহবুব-উল আলম, সম্পাদক ও সহকারী ট্রেইনার হামিদুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে