বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, দিনের ভোট দিনে চাই, রাতে চাই না। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। দ্রম্নত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন।
মঙ্গলবার নীলফামারী জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। এ কথা বলেন। শহীদ মিনার প্রাঙ্গনে জেলা বিএনপি সভাপতি আ. খ. ম আলমগীর সরকারের সভাপতিত্বে এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রম্নত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোবাবিলাসহ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এই জন সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
জয়নাল আবেদীন বলেন, 'ড. মোহাম্মদ ইউনুস আজ দেশের প্রধান উপদেষ্টা আর শেখ হাসিনা কোথায়, হিন্দুস্তানে।'
তিনি বলেন, 'আমরা দিনের ভোট আর রাতে চাই না। আমরা আর মৃত ব্যক্তির ভোট চাই না। আয়নাঘর আর চাই না। আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬ বছরে পরাজিত হই নাই। পরাজিত হয়েছি পুলিশের বেনজির কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে।'
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ময়নুল ইসলাম বক্তব্য দেন।
দুপুরে দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, 'জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক স্থিতিশীল করা অনেক কষ্টের। তাই যত দ্রম্নত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।'
তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, 'বর্তমান অন্তর্র্বতী সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর হতে হবে। দেশের জনগণ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। স্বৈরাচার আওয়ামী লীগের পতন হলেও তাদের দোসররা এখনও তৎপর রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদেরই সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা।'
তিনি বলেন, 'দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, সেইসব ষড়যন্ত্র মোকাবেলায় দলের সবস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'