মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে ৩ মামলা সাবেক প্রতিমন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে

যাযাদি ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নারায়ণগঞ্জে ৩ মামলা সাবেক প্রতিমন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা তিন মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে জুনাইদ আহমেদের ২০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম বলেন, সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক ৩ মামলায় ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে জুনাইদ আহমেদকে সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়ে গেছেন।

রিমান্ড শুনানি শেষে সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, জুনাইদ আহমেদকে গ্রেপ্তার দেখিয়ে সদর মডেল থানায় আবুল হাসান হত্যা মামলায় পাঁচ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানায় শরীফ হোসেন ও সোলাইমান- এই দুই হত্যা মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুনাইদ আহমেদের নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হত্যার ঘটনায় জুনাইদ আহমেদকে মাস্টারমাইন্ড হিসেবে উলেস্নখ করা হয়েছে। তিনটি মামলার এজাহারে তিনি ৪ ও ৫ নম্বর আসামি। তিনি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ইন্টারনেট সেবা বন্ধ করে দেশবাসীকে এই বিষয়গুলো জানা থেকে সর্বোচ্চ বিরত রাখার চেষ্টা করেছিলেন।

গত বছরের ৫ আগস্ট গণ-অভু্যত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরদিন ৬ আগস্ট বেলা তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুনাইদ আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে