লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধ বাজার উচ্ছেদের দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। বুধবার শহীদ মুক্তিযোদ্ধা বাজারের সাধারণ ব্যবসায়ীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে নেতৃত্ব দেন উক্ত ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল ইসলাম। মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা বাজার সমিতির সাধারণ সম্পাদক বজলার রহমান বজু, ফরিদুল, সাজু, বাবু, আব্দুর রউফ প্রমুখ।
বক্তারা বলেন, অবৈধভাবে গড়ে উঠা কলেজ রেলগেট এলাকা, হাতীবান্ধা ফিলিং স্টেশন সংলগ্ন দক্ষিণ দিকে ব্রীজের আশে পাশে, অডিটোরিয়াম হল এলাকা ও হাতীবান্ধা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বাজার গড়ে উঠেছে। সড়ক দূর্ঘটনার ঝুঁকি ও স্থানীয়ভাবে গড়ে উঠা এলাকার পরিবেশ বিনষ্ট করছে।
অপরদিকে শহীদ মুক্তিযোদ্ধা বাজারের ব্যবসায়ীগণ ক্রেতা বিক্রেতার অভাবে পুঁজি হারাতে বসেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আজকের এ মানববন্ধন ও সড়ক অবরোধ। প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আরো কঠোর কর্মসূচি হাতে নেয়ারও হুশিয়ারী ওই ব্যবসায়ীদের।
খবর পেয়ে হাতীবান্ধা ইউএনও শামীম মিঞা ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়্ হয়।