মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

দেলদুয়ারে ঐতিহ্যবাহী আটিয়া মেলা

দেলদুয়ারে (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দেলদুয়ারে ঐতিহ্যবাহী আটিয়া মেলা

টাঙ্গাইলের দেলদুয়ারে হযরত শাহানশাহ্‌ বাবা আদম কাশ্মিরী (র.)এর ৫০ তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে ঐতিহ্যবাহী আটিয়া মেলা শুরু হয়েছে। গত মঙ্গলবার তিন দিনব্যাপি ওরশ মোবারক উদ্বোধন করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। ওই ওরশ মোবারক উদ্বোধনের মধ্যে দিয়ে এ মেলা শুরু হয়। মেলা ঘিরে মাজারের আশ-পাশে বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এতে উৎসব মুখুর পরিবেশের সৃষ্টি হয়েছে মাজার এলাকায়। আটিয়া হযরত শাহানশাহ্‌ বাবা আদম কাশ্মিরী (র.)এর মাজারের খাদেম হাফেছ আব্দুল আজিজ বলেন, তিনি ৪০ বছর ধরে মাজারের খেদমতে আছেন। বিগত বছরগুলোতে ওরশটির প্রচারে পোস্টারিং হলেও এবার সময় স্বল্পতার জন্য পোস্টার করা হয়নি। এছাড়া মেলার প্রথম দিন সে কারনে লোকজন একটু কম আসছে। তবে দ্বিতৃয় ও তৃতীয় দিন ওরশে লোকজন সমাগম বেশি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে