মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
রোজায় উচ্চমূল্যে বিক্রি

এক দোকানদারই মজুদ করেছেন সাড়ে ৪ হাজার লিটার তেল

অবশেষে তেল জব্দ ও গ্রেপ্তার ২
হবিগঞ্জ প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
এক দোকানদারই মজুদ করেছেন সাড়ে ৪ হাজার লিটার তেল

রোজায় উচ্চমূল্যে বিক্রয়ের উদ্দেশে হবিগঞ্জে একজন দোকানদারই মজুদ করে রেখেছেন ৪ হাজার ৫৮৮ লিটার সোয়াবিন তেল। অবশেষে প্রশাসনের হাতে ধরা পড়ে এ কারসাজি। জব্দ করা হয় ওই বিপুল পরিমাণ তেল। আটক করা হয় কারসাজিতে জড়িত দুইজনকে।

ঘটনাটি গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরীবাজারে 'মেসার্স রাধা বিনোদ' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে। অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করে জেলা প্রশাসন। আর অভিযানে দোকান মালিকের ছেলে রঞ্জিত মোদক ও কর্মচারি অসীম রায়কে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। সদর থানা পুলিশ তাকে সহযোগিতা করেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, অভিযানের সময় দোকানে দায়িত্বরতরা দাবি করেন- তারা কোন তেল মজুদ করেননি। পরে গোডাউন খুলে দেখা যায় রূপচাঁদা কোম্পানীর ৪ হাজার ৫৮৮ লিটার সোয়াবিন তেল আড়াল করে রাখা হয়েছে।

তিনি আরও জানান, যেহেতু 'মেসার্স রাধা বিনোদ' রূপচাঁদা সোয়াবিন তেলের ডিলার নয়; তাই সেখানে এত পরিমাণ তেল মজুদ থাকার কথা নয়। এ সময় রোজায় উচ্চ মূল্যে বিক্রয়ের জন্য তেল মজুদ করে রাখার অভিযোগে নিয়মিত মামলা দায়ের ও দুইজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

এ খবর জানার পর হবিগঞ্জ শহরের কয়েকজন খুচরা সোয়াবিন তেল বিক্রেতা জানান, তারা 'মেসার্স রাধা বিনোদে' তেল ক্রয় করতে গেলে বিক্রয় করা হয় না বলে জানায় আর অন্যান্য পণ্য ক্রয়ে বাধ্য করে এর সঙ্গে সামান্য তেল দেওয়া হয়।

সূত্র জানায়, 'মেসার্স রাধা বিনোদ' প্রতিবারই রমজান মাসে সয়াবিন তেল মজুদ করে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। এতে ক্রেতাদের ভোগান্তি ও অসাধু ব্যবসায়ীরা লাভবান হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিয়মিত মামলায় ওই দোকানের মালিকের ছেলে রঞ্জিত মোদক ও কর্মচারি অসীম রায়কে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে