মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় নিজ ঘরে ঝুলছিল পুলিশ কনস্টেবলের মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুষ্টিয়ায় নিজ ঘরে ঝুলছিল পুলিশ কনস্টেবলের মরদেহ

কুষ্টিয়ার মিরপুরে নিজ ঘর থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রাম থেকে পুলিশ কনস্টেবল রাকিবুল ইসলাম (২৬) এর মরদেহ উদ্ধার হয়। নিহত পুলিশ কনস্টেবল একই এলাকার সামু আলীর ছেলে। তিনি ঝিনাইদহ জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

জানা যায়, গত ২১ জানুয়ারি ছুটিতে বাড়ি আসেন। বুধবার সকাল ৯টা থেকে ১০ টার মধ্যে সকলের অজান্তে নিজ শয়ন কক্ষে বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে স্থানীয়রা বলছে, আর্থিক ঋণের কারণে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে