নেত্রকোনা সদর উপজেলার মৌজেবালী গ্রামের মামুন মিয়া হত্যা মামলার ৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার নেত্রকোনা জেলা ও দায়রা আদালতের বিজ্ঞ বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- নেত্রকোনা সদর উপজেলার দরুনবালী গ্রামের আশিক মিয়া, মো. সিদ্দিক মিয়া ওরফে মঙ্গল, হুমায়ুন কবীর হাবলু, হুমায়ুন কবীর ওরফে কবীর হুজুর, মৌজেবালী গ্রামের ফজলুল হক বজলু, জুয়েল মিয়া, রুবেল মিয়া ও বিরাম খাঁ। এর মধ্যে বিরাম খাঁ বাদে অন্য আসামিদের উপস্থিতিতে এ রায় দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার মৌজেবালী গ্রামের মৃত মন্তাজ উদ্দিন তালুকদারের ছেলে মামুন মিয়া গ্রামের বাজারে চায়ের দোকাদারী করতেন। গত ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর রাতের খাবার শেষে সাড়ে ১০টার দিকে দোকানে চলে যান। পরদিন ১৪ সেপ্টেম্বর ভোরে বাড়ির সামনে সড়কের পাশে মামুনকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গেূ পাঠায়। মামলার আসামিরা পূর্ব শত্রম্নতার জেরে মামুনকে হত্যা করে লাশ ফেলে যায়। এ ঘটনায় নিহত মামুনের মা ফামেতা বেগম বাদী হয়ে ২০১৮ সালে ১৪ সেপ্টেম্বর অজ্ঞাতনামা আসামি করে ৮জনের বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা করেন। পুলিশ হুমায়ুন কবীর হাবলুকে আটক করে। পরে হাবলু হত্যাকান্ডে জড়িত আরো ৭ জনের নাম বলে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. হাফিজুর রহমান আসামিদের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া ও সরকার পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাসেম।