ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলস্নার চৌদ্দগ্রামে প্রবাসীর গাড়ি ব্যারিকেড দিয়ে স্বর্বস্ব লুটে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। বৃহস্পতিবার ভোর ছয়টায় মহাসড়কের ফালগুনকরা দীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চট্টগ্রামের জোরারপঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রামের আবুল খায়েরের ছেলে কুয়েত প্রবাসী নাইমুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জন অস্ত্রধারী ডাকাতের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত গুলজার আহমেদ।
অভিযোগে উলেস্নখ করা হয়, কুয়েত থেকে প্রবাসী নাইমুল ইসলাম বুধবার রাত এগারটায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে ভাড়া করা মাইক্রোবাসে চট্টগ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা করেন। গাড়িতে তার কয়েকজন আত্মীয় স্বজন ছিলেন। পথে বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা দীঘি এলাকায় ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল গাড়ি গতিরোধ করে। এরপর এলোপাতাড়ি কুপিয়ে গাড়ির গস্নাস ভাংচুর ও সর্বস্ব লুট করে নিয়ে যায়।