নেত্রকোণার পূর্বধলা উপজেলার জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলা'র প্রিন্সিপাল প্রবীণ আলেমে দ্বীন মাও: আহমদ হোসাইন পীর সাহেব গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি বর্তমানে ময়মনসিংহের বেসরকারী একটি হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় আছেন।
তার জ্যেষ্ঠপুত্র মাও: আবুল কাশেম জানান, তার পিতা দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হার্টের সমস্যা, প্রেসার ও পায়ের সমস্যা ইত্যাদি নানা জটিল রোগে ভোগছেন। ইতি মধ্যে ময়মনসিংহে কয়েকবার চিকিৎসা শেষে ডাক্তারী তত্ববাধানে বাড়ীতেই ছিলেন। সম্প্রতি শরীরে অবস্থা আরও অবনতি হলে পুণরায় ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার পায়ে অস্ত্রোপাচার করা হয়েছে এবং শ্বাসকষ্টের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আইসিওতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি নিবিড় তত্ববধানে রয়েছেন। তার পিতার সুস্থতা কামনার্থে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।