বরগুনার তালতলীতে ইটভাটায় ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে হোসেন ব্রিক ফিল্ডের ম্যানেজার মো.সোহেল(৪২)কে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ঝাড়াখালি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা।
জানা যায়, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী এলাকায় হোসেন ব্রিক ফিল্ড নামের ইটভাটায় ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পেয়ে হোসেন ব্রিক ফিল্ডের ম্যানেজার মো.সেহেলকে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।