পাবনার ভাঙ্গুড়ায় ৫ মাদক সেবীকে আটক করে প্রত্যেককে ২শ্থটাকা করে অর্থদন্ড ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ)বিকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভাঙ্গুড়া থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়ে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা ও নেশার ট্যাবলেট উদ্ধার করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঈশ্বরদী) পরিদর্শক আব্দুলস্নাহ আল মামুন সাগর উপস্থিত ছিলেন।