অযত্ন ও অবহেলায় পিতৃমাতৃহীন অনেক শিশু যখন কোথাও আশ্রয় পায় না তখন তাদের ঠাঁই হয় এতিমখানায়। ওখানে তেমন কোনো ভালো খাবারের সংস্থান থাকে না। এসব শিশুদের মাঝে একটু ভালো খাবারের ব্যবস্থা করার উদ্যোগ নেয় ফ্রেন্ডস ফোরাম ও আলোর পথযাত্রীর বন্ধুরা। এ ধারাবাহিকতায় দেশের বহুল প্রচারিত পাঠকনন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী সংগঠন ফ্রেন্ডস ফোরাম ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে সোমবার ৭ই জানুয়ারি। রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুরস্থ একটি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার মোট ৪০ জন শিক্ষার্থীদের জন্য রান্না করা প্যাকেটজাত খাবার পরিবেশন করেন উপজেলা ফ্রেন্ডস ফোরাম ও আলোর পথযাত্রীর সদস্যরা।
যায়যায়দিন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরাম ঈশ্বরদীর উপদেষ্টা মো. খালেদ মাহমুদ সুজনের দিকর্নিদেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে আহ্বায়ক আব্দুস সোবহান নাহিদ, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান নাশিদ এবং হাসান ইসলামের সার্বিক সহযোগিতায় বাজার করা, রান্না করা ও প্যাকিংয়ের সকল প্রকার কার্যাদি সম্পন্ন করা হয়। এ সময় ফ্রেন্ডস ফোরাম এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথযাত্রীর অন্য সদস্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম ঈশ্বরদী, পাবনা