রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মানিকগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ম মানিকগঞ্জ প্রতিনিধি
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০
মানিকগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে প্রাইভেটকার চালক আনোয়ার হোসেন খোকা হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিচারিক আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য আসামি দারোগ আলী ও আব্দুর রহিমের উপস্থিতিতে এ রায় দেন।

দন্ডিতরা হলেন- ঢাকার সাভারের জোরলপুর কান্দার চর এলাকার চান মিয়ার ছেলে হাসান মিয়া ও ইজু মিয়া, একই এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম মাহমুদ, হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার ইসমাইল হোসেনের ছেলে মনির হোসেন, একই এলাকার ওহাব আলীর ছেলে দারোগ আলী ও বাগেরহাটের শরণখোলা থানার দক্ষিণ রাজাপুর এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম। রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট নিরঞ্জন বসাক এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে