মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পিএইচডি জালিয়াতি রোধে বিশেষজ্ঞ কমিটি গঠন হাইকোর্টের

যাযাদি ডেস্ক
  ১৫ আগস্ট ২০২২, ০০:০০
পিএইচডি জালিয়াতি রোধে বিশেষজ্ঞ কমিটি গঠন হাইকোর্টের

দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পিএইচডি গবেষণা জালিয়াতি রোধে সাত সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে শিক্ষাবিদ ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাবির কম্পিউটার বিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক সাইফুদ্দিন মো. তারেক, ঢাবির আইন বিভাগের অধ্যাপক ডক্টর নাকিব মোহাম্মদ নসরুলস্নাহ, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বুয়েটের কম্পিউটার বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মাহবুবা নাজনীন ও একই বিভাগের অধ্যাপক ডক্টর মো. মোস্তফা আকবরকে রাখা হয়েছে। তাদের আগামী তিন মাসের মধ্যে পিএইচডি গবেষণা জালিয়াতি রোধে নীতিমালা তৈরি করে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে