মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
ঝিনাইদহে নিতাই রায় চৌধুরী

গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি

ঝিনাইদহ প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০
গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, তাদের দল নির্বাচনে যাবে, তবে তার আগে অবশ্যই বর্তমান পার্লামেন্ট ভেঙে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। না হলে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে দলটির ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখার বিশ্লেষণ নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, এদেশে কোনো গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, রেকর্ডও নেই। আগামী ১০০ বছরেও তারা আসবে না। কারণ এই দেশের শতকরা ৮০ ভাগ মানুষ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, 'রাষ্ট্রকাঠামো কি? স্টেট মেশিনারিটা কি? আমরা কাঠামো বলতে কি বোঝাতে চেয়েছি, কি বলতে চেয়েছি সেটা আওয়ামী লীগ নেতাদের বোঝার জ্ঞান-বুদ্ধি নেই। তাদের একটাই ধারণা তা হলো জোর করে ক্ষমতায় থাকতে হবে।'

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ জেলা-উপজেলার নেতারা। এর আগে নিতাই রায় চৌধুরী বিএনপির ২৭ দফা ও ১০ দফা কর্মসূচির মূল বিষয়গুলো পড়ে শোনান। সঙ্গে এই দাবির বিষয়ে তাদের মন্তব্য গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে