শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

'সাজানো নির্বাচনী ফাঁদে' জনগণ পা দেবে না :ফখরুল

যাযাদি রিপোর্ট
  ২০ মার্চ ২০২৩, ০০:০০
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একাংশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোকাস বাংলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সরকার পরিকল্পিতভাবে নির্বাচনকে নিয়ে এমনভাবে নাটক সাজিয়েছে যেখানে নির্বাচন নির্বাচন একটা খেলা হবে, একটা তামাশা হবে, সেই তামাশায় তারাই নির্বাচিত হয়ে আসবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া 'সাজানো নির্বাচনী ফাঁদে' জনগণ পা দেবে না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর সেটা হবে না।' রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার একাংশের উদ্যোগে 'গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, 'ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানুষ এখন সত্য কথা লেখেও না, বলেও না। যারা প্রতিবাদী তারাও আর সত্য কথা বলে না। তারা আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদও করেন না। বর্তমানে দেশে এতগুলো টিভি চ্যানেল ও পত্রিকা। কই তারা তো ভিন্ন মতের খবর দেখাতে ও বলতে পারে না।' তিনি বলেন, 'বিএনপিসহ সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছেন। সেই সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। আজকে ভয় পেলে চলবে না। আবারও সবাইকে জেগে উঠে গণঅভু্যত্থান ঘটিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। যাতে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা যায়। তা না হলে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে আবারও পুরনো ফাঁদ পেতেছে। তারা দেখাচ্ছে যে সভা সমাবেশ করতে দিচ্ছে। আসলে এগুলো হচ্ছে তাদের শয়তানি। তারা দেশের মানুষকে বোকা ভাবছে।' বিএনপি মহাসচিব বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় এসেই আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে দিয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। এ জন্য যিনি রায় দিয়েছেন সেই বিচারক খায়রুল হককে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।' তিনি বাংলাদেশের যে ক্ষতি করেছেন সে জন্য। তবে এবার দেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব শ্রেণির মানুষ জেগে উঠেছে। ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে দাবি আদায় করা সম্ভব হবে।' জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উলস্নাহ আমান, আবদুস সালাম, এনডিপির ফরিদুজ্জামান ফরহাদ, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে