রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৮ জুলাই ২০২৩, ০০:০০
সংবাদ সংক্ষেপ

রাজধানীতে বাসের

ধাক্কায় মা-ছেলেসহ

আহত ৪

ম যাযাদি ডেস্ক

রাজধানীর গেন্ডারিয়া ট্রাকস্ট্যান্ড এলাকায় এশিয়ান লাইন বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. পলাশ (২৯), তার মা সামছুন নাহার পর্বত (৫২), বোন সালেহা আক্তার (৩৫) এবং অটোরিকশা চালক মো. আমজাদ হোসেন (৬০)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব বলেন, 'আমরা খবর পেয়ে গেন্ডারিয়া ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করি। দ্রম্নত তাদের স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।'

তিনি আরও বলেন, এ ঘটনায় বাসের

চালককে আটক করা হয়েছে ও বাসটি জব্দ করা হয়েছে।

আহত অটোরিকশা যাত্রী পলাশ বলেন, 'আমরা মা ও বড় বোনকে নিয়ে কমলাপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে নারিন্দা যাচ্ছিলাম। পথে দ্রম্নতগামী এশিয়ান লাইন নামের একটি বাস আমাদের অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে চালকসহ আমরা চারজনই আহত হই।'

রাজধানীতে মাদকবিরোধী

অভিযানে গ্রেপ্তার ৫৪

ম যাযাদি ডেস্ক

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৩২৪০ ইয়াবা, ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২১৪ গ্রাম হেরোইন, বিদেশি মদ ২ বোতল ও ১০টি ট্যাপেন্টেডল ট্যাবলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নকল স্বর্ণের বার

বিক্রি চক্রের

৫ সদস্য গ্রেপ্তার

ম যাযাদি ডেস্ক

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে নকল স্বর্ণের বারসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯টি নকল স্বর্ণের বার জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. রাসেল খান ওরফে রাসেল, অহিদুজ্জামান শাকিল, মেহেদী হাসান কমল, নূরুল ইসলাম ও মো. জাহাঙ্গীর খান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে

উত্তরা পশ্চিম থানার ৭নং ও ১১নং সেক্টর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে