'গুটিকয় উচ্ছিষ্ট নেতা ও দল থেকে বিতাড়িতদের টাকার বিনিময়ে আওয়ামী লীগ ভাগিয়েছে' বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারা (আওয়ামী লীগ) এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে। তবে বিএনপির আদর্শ ধারণ করেন, এমন কাউকে ভেড়ানো যায়নি।'
বুধবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, 'লোক লাগিয়ে, অর্থ দিয়ে, প্রতারণা করে, প্রলোভন দেখিয়ে দু-একজন ছাড়া নাম শোনা যায়নি, এমন মানুষকে আওয়ামী লীগ নির্বাচনে ভিড়িয়েছে।'
'কারা সংসদ সদস্য হবে, সবই প্রস্তুত' মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন, 'এখনই তা ঘোষণা দিতে পারে। যারা নির্বাচন করছেন, সবাই তো প্রধানমন্ত্রীর লোক। যারা এই পাতানো নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের যদি নূ্যনতম দেশপ্রেম থাকে, নৈতিকতা থাকে, তাহলে প্রহসনের নির্বাচন করে দেশবাসীর কাছে নিজেকে ছোট করবেন না।'