শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জামিন পাননি বিএনপি নেতা আমীর খসরু প্রিন্স ও স্বপন

যাযাদি ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
জামিন পাননি বিএনপি নেতা আমীর খসরু প্রিন্স ও স্বপন

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন পাননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

বুধবার ঢিাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের বিএনপির এই তিন নেতার জামিন নামঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।

আইনজীবী জয়নুল আবেদীন বলেন, পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। এ ছাড়া একই থানায় দায়ের হওয়া অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় সৈয়দ এমরান সালেহর জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমরান সালেহ ও জহির উদ্দিনের জামিন চেয়ে তারা হাইকোর্টে আবেদন করবেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা মডেল থানার মামলায় গত ২২ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নাকচ করেছিলেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের কর্মসূচি ছিল। সমাবেশকে কেন্দ্র করে সেদিন পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আমিরুল নিহত হন।

সংঘর্ষের ঘটনার পর ২৯ অক্টোবর গ্রেপ্তার হন মির্জা ফখরুল। ২ নভেম্বর গ্রেপ্তার হন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপন। ৪ নভেম্বর গ্রেপ্তার হন সৈয়দ এমরান সালেহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে