নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে অপূর্ব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় স্থানীয় জনতা অভিযুক্ত সম্রাট (২৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। রোববার রাতে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব ফতুলস্নার মাসদাইর এলাকার বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মহানগর ছাত্রদলের একটি মশাল মিছিল শেষে অপূর্ব বালুর মাঠ এলাকায় গেলে সম্রাটের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সম্রাট ছুরি দিয়ে অপূর্বর পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের দ্রম্নত আইনের আওতায় আনা হবে।