মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

রাজধানীর কাজলায়

ব্যাটারিচালিত ভ্যানের

ধাক্কায় শিশুর মৃতু্য

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায়

রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত

ভ্যানগাড়ির ধাক্কায় সাফেন (৫) নামে

এক শিশুর মৃতু্য হয়েছে। শুক্রবার সকাল

পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সাফেনের বাবা নুরুন্নবী বলেন, 'সকালের দিকে আমার ছেলে সাফেন কাজলা এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিল। এমন সময় ব্যাটারিচালিত

একটি ভ্যানগাড়ি তাকে ধাক্কা দিলে ছিটকে

পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে

ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।'

তিনি আরও বলেন, 'আমাদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায়।' ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মতিঝিলে অষ্টম তলা

থেকে পড়ে গৃহবধূ

নিহত

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির

একটি ভবনের অষ্টম তলার ব্যালকনি থেকে

নিচে পড়ে হামিদা আক্তার (২৮) নামে এক

নারীর মৃতু্য হয়েছে। তিনি পুলিশের একজন কনস্টেবলের স্ত্রী বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার বলেন, 'আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামিদা পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। হামিদা নিজে লাফিয়ে পড়েছে নাকি অনিচ্ছাকৃত নিচে পড়ে গেছেন সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।'

নিহতের স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন বলেন, তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে তিনি আট তলার বেলকনি থেকে লাফিয়ে পড়ে মারা যান।

তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পর্যটক এক্সপ্রেস

ট্রেনের ধাক্কায় প্রাণ

গেল কৃষকের

ম যাযাদি ডেস্ক

ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর

বিরতিহীন 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় মধু শীল (৫৩) নামে এক কৃষকের মৃতু্য হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের

নয়াদিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনটি কক্সবাজার যাচ্ছিল। কৃষক মধু শীল ধানের চারা খাঁচায়

ভর্তি করে মাথায় নিয়ে কৃষিকাজের উদ্দেশ্যে নয়াদিল এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় তিনি

ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী বিরতিহীন 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃতু্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে