শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নাশকতার ৪ মামলায় আমীর খসরুর জামিন

যাযাদি ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
নাশকতার ৪ মামলায় আমীর খসরুর জামিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানায় পৃথক ৪ মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এছাড়া নথি প্রাপ্তি সাপেক্ষে বাকি ৪ মামলার শুনানি হবে।

গত ২৮ অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। এর মধ্যে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানো ওই দুই মামলায় তিনি জামিন পেয়েছেন। অপর আট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে রমনা মডেল থানায় চারটি এবং পল্টন মডেল থানায় চারটি মামলা।

গত ২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। পরদিন ৩ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে