শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
নওগাঁ-২ আসন

নৌকার শহীদুজ্জামান সরকার জয়ী

আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা (নওগাঁ)
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নৌকার শহীদুজ্জামান সরকার জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে সোমবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগর মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার (নৌকা প্রতীক) বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শহীদুজ্জামান সরকার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৩৬৩ ভোট। নির্বাচনে গড়ে প্রায় ৫৭ শতাংশ ভোট পড়েছে বলে রিটার্নিং র্কমর্কতা জানিয়েছেন।

পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনের পত্নীতলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার ৯৯ হাজার ৮৪৬ জন। ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩ শত ১ জন, মহিলা ৭৮ হাজার ৭ শত ১৪ জন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। মোট ভোটকেন্দ্র ছিল ১২৪টি এবং এ আসনে নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা গেলে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত হয়। ৮ জানুয়ারি পুনরায় এ আসনের তফসিল ঘোষণার পর সোমবার এ আসনে ভোটগ্রহণ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে