শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

কাতারে সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কাতারে সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

কাতারে সরকারি সফর শেষে রোববার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিন দিনের সরকারি সফরে তিনি কাতারে অনুষ্ঠিত ১৮:য অঋঈ অংরধহ ঈঁঢ় ছধঃধৎ ২০২৩দ্ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং ্তুডড়ৎষফ অয়ঁধঃরপং ঈযধসঢ়রড়হংযরঢ়ং উড়যধ ২০২৪্থ এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান গত ৭ ফেব্রম্নয়ারি ২০২৪ তারিখে কাতারের অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে কাতার সফরে যান। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে