রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

করোনায় একজনের মৃতু্য, শনাক্ত ৪৩

যাযাদি ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
করোনায় একজনের মৃতু্য, শনাক্ত ৪৩

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃতু্যর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে ৪৩ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৭৯৬ জনে। এছাড়া মোট মৃতু্যর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮৫ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৯৮১ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৪৭৬ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃতু্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে