শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ওয়াশ এসডিজি কার্যক্রমের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় মেলা অনুষ্ঠিত

  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ওয়াশ এসডিজি কার্যক্রমের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় মেলা অনুষ্ঠিত

ওয়াশ অ্যালায়েন্স, এসএনভি ও সিমাভি'র সম্মিলিত উদ্যোগে সোমবার গুলশানের লেকশোর' হোটেলে 'ওয়াশ এসডিজি কার্যক্রমের সমাপনী, লার্নিং-শেয়ারিং ও অভিজ্ঞতা বিনিময় মেলার আয়োজন করা হয়।

বাংলাদেশ ওয়াশ অ্যালায়েন্স, এসএনভি ও সিমাভি'র বাংলাদেশস্থ উপ-কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়মূলক এই প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইব্রাহীম।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন এবং কার্যক্রমের সার্বিক অর্জন তুলে ধরেন- এসএনভি'র ওয়াটার সেক্টর লিডার শহীদুল ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন- বাংলাদেশে ওয়াশ অ্যালায়েন্সের কান্ট্রি কো-অর্ডিনেটর অলোক কুমার মজুমদার।

প্রদর্শনীতে ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের (ওয়াশ এ্যালায়েন্স) সমন্বিত কার্যক্রম তুলে ধরার জন্য আটটি স্টল সাজানো হয়। এগুলোর মধ্যে ছিল- বেনাপোল পৌরসভা, যশোর পৌরসভা, গাজীপুর সিটি করপোরেশন, শ্রীমঙ্গল (চা-বাগান এলাকা), আমতলী, বেতাগী ও বরগুনা পৌরসভা (একত্রে); কলাপাড়া, কলারোয়া ও সাতক্ষীরা পৌরসভা (একত্রে); সাতক্ষীরা জেলার ছয়টি ইউনিয়ন (একত্রে) এবং বরগুনা জেলার ১১টি ইউনিয়ন পরিষদ।

এসব স্টলে সংশ্লিষ্ট পৌরসভা বা সিটি করপোরেশনে পানি, স্যানিটেশন, স্বাস্থ্য, পরিবেশ এবং বর্জ্য ব্যবস্থাপনা, পয়নিষ্কাশন প্রভৃতি কার্যক্রম 'ওয়াশ অ্যালায়েন্স ইন্টারন্যাশনালসহ সমন্বিত 'ওয়াশ' কর্মসূচি বিষয়ক কার্যক্রম এবং কেস-ভিত্তিক অভিজ্ঞতা দর্শকদের সামনে তুলে ধরা হয়।

সমাপনী অনুষ্ঠানে ওয়াশ অ্যালায়েন্স, এসএনভি ও সিমাভি'র অভিজ্ঞতা বিনিময়সহ ডঅঝঐ ঝউএ কার্যক্রমের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া সংশ্লিষ্টদের অভিজ্ঞতা বিনিময় এবং সিমাভি'র ব্যবস্থাপনা পরিচালক ডিনেক ভ্যান ডার উইজ্‌ক-সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ও বিভাগের পদস্থ কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে