শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়

  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়। বুধবার ভোরে সিএজি কার্যালয় ও এর আওতাধীন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় এবং অতিরিক্ত মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ের কার্যালয়ে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের্ যালিসহ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।র্ যালিতে নেতৃত্ব দেন সিএজি মো. নূরুল ইসলাম।

তিনি বলেন, '২১ শে ফেব্রম্নয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। নিজ মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের দিন ২১ শে ফেব্রম্নয়ারি। রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলা ভাষা। আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সব ভাষাসৈনিকদের। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষার জন্য যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও দিক-নির্দেশনায় ভাষা আন্দোলনের পথ বেয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ, স্বাধীন জাতিসত্তা, নিজস্ব মানচিত্র ও লাল-সবুজ পতাকা। মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী-সমৃদ্ধ স্মার্ট এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই হোক আমাদের সবার অঙ্গীকার। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে