শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মাইলস্টোন কলেজ

  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মাইলস্টোন কলেজ

বাঙালির গৌরব, সংগ্রাম আর আত্মত্যাগময় এক অভূভপূর্ব দিন জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতি মাতৃভাষা দিবস পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা ভাষাবীরদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর দিন মাইলস্টোন কলেজ গৃহীত কর্মসূচির মধ্যে ছিল-প্রভাতফেরি, কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। যথাযথ সম্মান প্রদর্শনের সহিত দিবসটি উদ্‌যাপন উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালন করেছে মাইলস্টোন কলেজের স্কুল শাখা-মাইলস্টোন প্রিপারেটরি

কেজি স্কুল।

এ উপলক্ষে দিনের প্রথম প্রভাতে মাইলস্টোন কলেজ এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দীর্ঘ প্রভাতফেরি। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রম্নয়ারি/আমি কি ভুলিতে পারি' অমর গানের সুর ছড়ানো প্রভাতফেরিটি উত্তরার বিভিন্ন পথ অতিক্রম করে ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক ছাত্রছাত্রীর সঙ্গে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন- মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং স্কুলটির ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান এনপিপি, পিএসসি (অব.)।

শহীদবেদীতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে ভাষা আন্দোলনের পূর্বাপর ইতিহাস আলোকপাত করে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে মাইলস্টোন কলেজ এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক পরিবেশনার মাধ্যমে তুলে ধরেন দিবসটির যথাযথ তাৎপর্য। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে