সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু

যাযাদি রিপোর্ট
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
আপডেট  : ১৭ মার্চ ২০২৪, ০০:২২
শনিবার গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ অন্যরা -ফোকাস বাংলা

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসির কর্মীদের পাশাপাশি গুলশান সোসাইটি, ছয়টি স্কুলের শিক্ষার্থী, জাগো ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশন কর্মী মিলে প্রায় ৪০০ জন অংশ নিয়েছেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, 'গুলশান লেকের পাশেই গুলশান জামে মসজিদ। এই মসজিদের মুসলিস্নরা আমাকে বার বার জানিয়েছেন- লেকের দূষিত পানির দুর্গন্ধ মসজিদে আসে। দুর্গন্ধে টেকা যায় না। গুলশান সোসাইটি, বারিধারা সোসাইটির নেতারাও আমার কাছে গেছেন। তারা নিজেরা এই লেক পরিষ্কারে অংশ নিতে চান। তাই কমিউনিটিকে সম্পৃক্ত করতে জনগণকে নিয়ে লেক পরিষ্কারের উদ্যোগ নিয়েছি।'

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, 'সরকারের একার পক্ষে একটা সোসাইটিকে সুন্দর করা সম্ভব না, যতক্ষণ না এখানকার মানুষ এগিয়ে আসে। এখানকার একেকটি ফ্ল্যাটের দাম ২৫ কোটি, ৫০ কোটি টাকা। কিন্তু অত্যন্ত দুঃখজনক এই এলাকার বিল্ডিংগুলো থেকে পয়ঃবর্জ্য সরাসরি এই লেকে এসে পড়ছে। একটা ছোট ইটিপি পস্ন্যান্ট মাত্র ৩ লাখ টাকা। এসব পস্ন্যান্ট করতে রাস্তার নিচে যতটুকু জায়গা লাগে সিটি করপোরেশন ব্যবস্থা করে দেবে। আমরা চাই, শুধু সরকার না এলাকাবাসীও এগিয়ে আসুক।'

মেয়র আতিক বলেন, 'গুলশান লেক, বারিধারা লেক মূলত রাজউকের অধীনে আছে। তাদের আমি চিঠি দিয়েছি- এগুলোকে ডিএনসিসির অধীনে দিয়ে দেওয়া হোক। কিন্তু এই লেক এখনো রাজউকের অধীনে রয়ে গেছে। সিটি করপোরেশনকে দেওয়া হয়নি।'

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, 'আমাদের লেকগুলো এত সুন্দর, এগুলোকে যদি আবার জীবিত করতে পারি, তাহলে অনেক কিছু করার সুযোগ আছে। রাজউক, সিটি করপোরেশন, আমাদের সোশ্যাল সোসাইটি এবং ওয়াসাকে ডাকব- একটা সমন্বয় করে কাজগুলো করতে হবে। এটা আমি করব।'

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, 'আর দেরি করতে চাই না। আমার একটা প্রত্যাশা থাকবে- শুধু লেকগুলো পরিষ্কার হবে তাই নয়। আগামী দিনেও যাতে লেকগুলো পরিষ্কার থাকে এবং যত্ন নেওয়া হয়, সেই ব্যবস্থা আমরা সবাই মিলে করব।'

পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারোল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে