সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতা

নতুনধারা
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০

ঢাকার মিরপুর সেনানিবাসে শুক্রবার সদর দপ্তর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় কুমিলস্না অঞ্চল চ্যাম্পিয়ন এবং ঘাটাইল অঞ্চল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া আজানে রামু অঞ্চলের ইউপি ল্যান্স করপোরাল মো. আবু তালহা এবং কিরাতে রংপুর অঞ্চলের ইউপি ল্যান্স করপোরাল মো. আকিল আলী প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতাটি গত ১৮ মার্চ শুরু হয়েছিল। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে